আমার তিনটি shirt আর ২ টি pant এ খয়েরি আর গোলাপি রঙ এর মত কি যেন একটা লেগেছিল,আর আমি সেটা তুলার জন্য পানি দিয়ে ঘষা দিতেই রং ভরা জায়গা টুকু সুতো গুলু সাদা হয়ে পুড়ার মত ক্ষত হয়ে গেল।আমি আমার বোনকে দায়ী করলাম,কারন আমি ভাবলাম তার মেকাপ অথবা লিপ্সটিক ভরে এসব হয়েছে। কিন্তু সে বলল এটা দিয়ে যদি কাপড় ছিড়ে যেত তাহলে তো মুখের ও ক্ষতি হত..! এখন কেউ বলেন তো কি এমন রং যে কাপড়ের সুতো পুড়ে গিয়ে কাপড়টা ক্ষত হয়ে গেল? সমাধান দিন।কি হতে পারে জিনিস টা?কেনই বা এমন হল?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার শার্ট আর প্যান্টে পটাশ লেগেছিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ