শেয়ার করুন বন্ধুর সাথে
Miasuman

Call

শ্বেতী রোগের ঘরোয়া কোন চিকিৎসা নেই।মনে রাখতে হবে এটি কোন জীবাণুঘটিত রোগ নয়।তাই এটি ছোঁয়াচে বা সংক্রামকও নয়।এতে ত্বকের মেলানোসাইট নামক একটি কোষ ধ্বংস হওয়ার কারনে সেখানে রঞ্জক পদার্থ তৈরি হয় না।ফলে ঐ স্থান গুলো সাদা হয়ে যায়।স্থায়িত্বের ওপর নির্ভর করে একে দুই ভাগে ভাগ করা হয়েছে।যেমন-১.অস্থিতিশীল বা আনস্টেবল। ২.স্থিতিশীল বা স্টেবল। স্থিতিশীল বা স্টেবল এর ক্ষেত্রে ল্যাব পরীক্ষা প্রয়োজন রয়েছে।যার মধ্যে অন্যতম বায়োপসি ও উডস ল্যাম্ব পরীক্ষা।এর বাইরে ভিডি আর এল ওকিছু কিছু ক্ষেত্রে রক্তের হরমোন পরীক্ষার প্রয়োজন হতে পারে।শ্বেতী রোগের চিকিৎসা অস্থিতিশীল শ্বেতীর ক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন। তা না হলে ক্রমান্বয়ে তা শরীরের বিভিন্ন অংশে বাড়তে পারে।এ ক্ষেত্রে এক বা একাধিক ঔষধ প্রয়োগ করে ছড়ানো রোধ করা সম্ভব।ফলে শ্বেতী আর বাড়তে পারবে না এবং এর এক পর্যায়ে স্থিতিশীল হলে ওষুধ গ্রহনের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যেতে হবে। সূত্র:মেডিকেল গাইড

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ