হ্যা, সম্ভব। শুধু গ্রামীনফোন না সব সিমেই ইউটিউব থেকে ভিডিও দেখা সম্ভব। তবে তার জন্য আপনার দরকার হবে ইউটিউব থেকে ভিডিও দেখা যায় এমন মোবাইল সেট এবং ইন্টারনেট কানেকশন।

Talk Doctor Online in Bissoy App

আপনার জিপি সিমে আগে ইন্টারনেট প্যাক কিনুন। এরপর আপনার ফোনে ইন্টারনের কানেকশন অন করুন। এরপর youtube বা tubemate নামক এপ্লিকেশন চালু করুন। যদি আপনার ফোনে না থাকে তাহলে প্লেস্টোর থেকে ইনস্টল করে নিন। এরপর উক্ত এপ ক্লিক করে চালু করলেই প্রথম পাতায় কিছু ভিডিও দেখতে পাবেন। এসব ভিডিওর যেকোন একটিতে ক্লিক করলেই তা চালু হবে আর আপনি দেখতে পাবেন। উপরে সার্চ বক্স আছে যেখানে আপনি ভিডিওর নাম লিখে খুজতে পারবেন। আর সেই ভিডিওর ছবিতে ক্লিক করলেই তা দেখতে পাবেন। ভিডিও দেখার জন্য অবশ্যই আপনার ব্যালেন্সে অনেক ডাটা (মেগাবাইট) থাকতে হবে।

Talk Doctor Online in Bissoy App