Share with your friends

 লেখা পড়ার দিকে  আরো মনোযোগ বাড়ান তাহলেই, হবে, আর এটাও চিন্তা করুন যে আমার ত জীবনের লক্ষে পোছাতে  হবে

ভাই জীবনে ফেসবুক US  করার সময় পাববেন, যে কোন সময় কিন্তুু যে কোন সময় পড়তে পারবেন না,, তাই অযথা সময় কে নষ্ট না করে কাজে লাগান।। 

Talk Doctor Online in Bissoy App

এটা নির্ভর করছে আপনার ইচ্ছাশক্তির উপর।নিজের ইচ্ছাশক্তি পড়াশোনার উপর প্রয়োগ করুন।ফেইসবুকে কম সময় দেন।একেবারে ফেইসবুক থেকে বের হতে পারবেন না কারণ আপনি আসক্ত হয়ে পড়েছেন তাই বিকল্প হিসেবে কিছু হাদীস বই পড়তে পারেন এতে আপনার লেখাপড়ার চাহিদা বাড়বে।পাশাপাশি প্রার্থনা করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App

সবচাইতে ভাল হবে আপাতত ফেসবুক account deactivate করতে পারলে । নতুবা বার বার ফেসবুকে log in করতে ইচ্ছা করবে ।

অহেতুক ফেসবুকে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না ।

Talk Doctor Online in Bissoy App

ভাই আপনার ইচ্ছা থাকলে আপনি নিশ্চয় পড়াশুনা করবেন।তখন আপনি পড়াশুনা করবেন।আপনি এম্বি কিনা বন্ধ করে দিন।নাহলে আপনি ফেসবুক নিয়েই পড়বেন।আপনি চায়লে সবই পাড়বেন।এটি আপনার ওপর নির্ভরলীল।

Talk Doctor Online in Bissoy App
CChanbadsha

Call

আপনাকে লেখাপড়ার গূরূত্ব মনে রেখে সবসময় লেখাপড়ায় ব্যাস্ত থাকতে হবে .আর ফোনে টাকা রিচার্জ করা/এম্বি ক্রয় করা বাদ দিতে হবে .সর্বোপরি দৃঢ় প্রত্যয় নিয়ে মোবাইল থেকে একশ হাত দুরে থাকতে হবে .

Talk Doctor Online in Bissoy App

ফেসবুক আইডি ডিলিট বা ডিএক্টিভ করে দিন ।তাহলে ফেসবুক চালানোর আসক্তি থাকলেও চালাতে পারবেন না ।

Talk Doctor Online in Bissoy App
Robiulkhan

Call

আপনার মোবাইলটি আপনার পরিবারের অথবা বেস্ট ফ্রেন্ডদের কারো কাছে পরিক্ষা শেষ পর্যন্ত জমা রাখুন আর মনে মনে ধরে নিন আপনার মোবাইল নষ্ট বা চুরি হয়ে গেছে এখন মোবাইল পেতে হলে পরিক্ষায় ভালো করতে হবে আর পরিক্ষায় ভালো করতে হলে এখন থেকে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে

Talk Doctor Online in Bissoy App