আমাদের মাথার ওপরে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি যে মহাশূন্যে থাকে, সেটাই মহাকাশ। অর্থাৎ, মাথার ওপর থেকে নিয়ে উপরের দিকে যে বিশাল বিস্তৃত মহাশূন্য আছে, তাই মহাকাশ। মহাকাশে আছে অনেক গ্রহ নক্ষত্র নীহারিকা ছায়াপথ ইত্যাদি। কোনো নক্ষত্রকে কেন্দ্র করে যে গোলাকার বস্তু ঘুরে এবং যার কোনো নিজস্ব আলো নেই, তাকে গ্রহ বলা হয়। সূর্য একটি নক্ষত্র। একে কেন্দ্র করে অনেক গ্রহ ঘুর্ণন করে। তেমনি একটি গ্রহ হল মঙ্গলগ্রহ। মঙ্গলগ্রহ আর আমাদের পৃথিবীর মধ্যে অনেক মিল আছে। তবে মঙ্গলগ্রহের চাঁদ দুটি। মঙ্গলগ্রহও মহাকাশে এবং সেটা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। (আপনার প্রশ্নে বোঝা যাচ্ছে, আপনি একেবারে প্রাথমিক। আপনি স্কুলের সিক্স সেভেনের সাধারণ বিজ্ঞান বইটা পড়লে এ সম্পর্কে জানতে পারবেন।)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ