Call

অল্টারনেটর ও এসি জেনারেটর একই। এখন তাহলে আসি এসি জেনারেটর ও ডিসি জেনারেটর এর মধ্যে পার্থক্যে,

এসি জেনারেটর ও ডিসি জেনারেটর উভয়ই এসি কারেন্ট উৎপন্ন করে।কিন্তু ডিসি জেনারেটরে ব্যবহৃত কমুটেটরের সাহায্যে এসি কে ডিসি তে রুপান্তরিত করে ব্রাশের মাধ্যমে বাইরের সার্কিটে আনা হয়।অপর পক্ষে এসি জেনারেটর এ উৎপন্ন এসি কারেন্টকে   স্লিপ রিং এর সাহায্যে বাইরে আনা হয়।এ ক্ষেত্রে এসি কারেন্টই বাইরে আসে।

তাছাড়া আরও কিছু পার্থক্য রয়েছে, যেমন:

এসি জেনারেটর বা অল্টারনেটর আকারে বড়, ডিসি জেনারেটর আকারে ছোট।

এর ফলে ওজন,দাম,ম্যাটেরিয়ালস সব কিছুই বেশী।

আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ