শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমঝোতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং নিজ নিজ দলের স্বার্থ সংরক্ষণ করার উদ্দেশ্যে উভয় দল থেকে হুইপপদে দলীয় সংসদ-সদস্যদের নিয়োগ করা হয়। সরকারি ও বিরোধী উভয় দলেই একজন করে চীফ হুইপথাকেন। তাঁদের সহায়তা করার জন্য আরও কয়েকজন হুইপ থাকেন। চীফ হুইপবা হুইপগণএ পদের জন্য আলাদা কোনো সম্মানী পান না। সংসদে হুইপদের পদ অত্যন্ত ব্যস্ততাপূর্ণ। নিজ নিজ দলের পক্ষে ভোট দিতে সদস্যদের উদ্বুদ্ধ করা, দলীয় সদস্যদের প্রয়োজনীয় দলিল, কাগজ ও তথ্য সরবরাহ করা, সংসদে সংঘটিত ঘটনাবলি সম্পর্কে দলীয় নেতাদের অবহিত করা এবং দলনেতার কাজে সহায়তা করা হুইপের দায়িত্ব। বিভিন্ন কমিটিতে প্রতিনিধিত্বকারী দলীয় সদস্যদের নামের তালিকা প্রস্ত্তত করাও হুইপদের কাজের অন্তুর্ভুক্ত। সরকারি ও বিরোধী দলের চীফ হুইপ ও অন্যান্য হুইপদের পারস্পরিক সমঝোতা ও সুসম্পর্ক সংসদের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করে। কোনো বিষয়ে সমস্যা ও বিতর্ক দেখা দিলে চীফ হুইপগণতা নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। উৎসঃ বাংলা পিডিয়া

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ