ইসলাম ধ‌র্মের নিয়ম অনুসা‌রে তা‌দের পশু জবেহ হয়তো হালাল হবে তবে কোরবা‌নির উদ্দেশ্য পুরণ হ‌বে না অার ‌নি‌র্দষ্ট দি‌নের অা‌গে তা‌দের ঈদ উৎযাপন হারাম হবে। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ্ব মাসের ১০, ১১, ১২ তারিখ এই ৩ দিন ঈদ উল আজহা উৎযাপিত হবে আর কেউ যদি তাদের ইচ্ছামত জিলহজ্জ্ব মাসের 9 তারিখ থেকে ঈদ উৎযাপন শুরু করে তাহলে সেটা স্পষ্টত ধর্মীয় বিধানের লঙ্ঘন; গুনাহের কাজ হবে কারন স্থানীয়ভাবে চাঁদ দেখে ঈদের দিন নির্ধারন করা ছাড়া আর কোন বিকল্প পন্থা ইসলাম সমর্থন করে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ