Indro paul

Call

এই HELLO শব্দটি এসেছে আলেকজান্ডার গ্রাহাম বেলের গার্লফ্রেন্ডের নাম থেকে। তিনি টেলিফোন আবিষ্কার করে তার গার্লফ্রেন্ড মার্গারেট হ্যালো কে ফোন করে hello বলেন। আর এখান থেকেই হ্যালো শব্দটি ব্যবহার করা হয়।

Talk Doctor Online in Bissoy App

কম বেশি আমরা সবাই জানি যে, টেলিফোন আবিষ্কারকের নাম আলেক্সান্ডার গ্রাহাম বেল (Alaxander Graham Bell)। 

'হ্যালো' একটি মেয়ের নাম, পুরো নাম মর্গারেট হ্যালো (Morgaret Hello)। তিনি ছিলেন আলেক্সান্ডার গ্রাহাম বেলের (Alaxander Graham Bell) গার্লফ্রেন্ড। টেলিফোন আবিষ্কার করে তিনি প্রথমে যে কথাটি বলেন, তা হলো 'হ্যালো'। সেই থেকেই বিশ্বজুড়ে টেলিফোন ব্যবহারকারীদের কাছে এটি প্রিয় শব্দ হয়ে ওঠে।  এই নিয়ে বিভিন্ন ওয়েব/ব্লগ সাইটে চলে আসছে অনেক রকম যুক্তি তর্ক। 

অপর দিকে আমরা সাধারণ ভাবে চিন্তা করলে, 'Hello' এর আভিধানিক অর্থ হলো "ওহে"।

Hello

image
কোনো ব্যক্তির সাথে যখন অপর পৃষ্ঠের কোনো ব্যক্তি টেলিফোনে কথা বলে। তখন, মূলত অপর পৃষ্ঠের ব্যক্তিকে দৃষ্টি আকর্ষণ করতে কথাটি বলা হয়।
Talk Doctor Online in Bissoy App