শেয়ার করুন বন্ধুর সাথে

একটা বিষয় খেয়াল করছেন কি কিছু রোগিকে ডাক্টার স্যালাইন দিতে গিয়ে রগ খুজে পায় না সহজে। অথচ কোন সময় দেখি রগটা দিব্যি দেখা যাচ্ছে। সহজ ভাবে বলি আপনার শিরায় বা রগে রগে বা দেহে যদি রক্ত চলাচল স্বাভাবিক থাকে তখনই,দেখতে পান। অনেক সময় পরিশ্রম বা শরীর ঘামে এমন কিছু করলেও দেখা যায় কেননা তখন রগে খুব বেশি পরিমাণ রক্ত চলাচল হয় তাই দেখতে পায়। আপনার শরীর সুস্থ থাকলেও দেখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ