Call

আপনি হয়তবা হেলে যাওয়া দারা পুরুষ লিঙ্গ বাকা হওয়া কে বুঝাচ্ছেন। বাকা হওয়া কোন সমস্যা নয়। এটা সাভাবিক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

গবেষণায় দেখা গেছে সব পুরুষের লিঙ্গ কোন না কোন এক দিকে বাকা বা হেলে থাকতে পারে, কারো উপর দিকে নিচের দিকে বাম দিকে ডান দিকে বা, যে কোন এ্যঙ্গেলে হেলে বা কিছুটা বাকা থাকতে পারে, এটি সম্পুর্ন সাভাবিক, আরেক টা কথা, সেটি হলো অনেকের অতিরিক্ত পর্যন্ত বাকা আছে, সেটিও সাভাবিক, ততক্ষণ পর্যন্ত চিকিত্সার ও প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত স্ত্রী মিলনে বাধা না সৃষ্টি করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
kanon

Call

অনেকের মোসলমানির সময় একদিকে সামান্য বেশি টেনে বাঁধার জন্য তা কিছুটা বাঁকা হতে পারে। এ নিয়ে চিন্তার কিছু নেই। এটা আপনার যৌন জিবনে কোন প্রভাব ফেলবে না।

বাঁকা লিঙ্গ সোজা করার উপায় :

অপেক্ষার এ সময়টুকুতেই অধিকাংশ রোগী প্রথমে অন্য চিকিৎসার মাধ্যমে রোগমুক্তির চেষ্টা করেন,অবশ্য পরে অপারেশনের প্রয়োজন হয়।বর্তমানে দু’ধরনের সার্জারি বেশ জনপ্রিয়তা পেয়েছে। একটি হলো নেসবিট পদ্ধতি। পেরোনি’জ ডিজিজে এ অপারেশনটি সবচেয়ে বেশি করা হয়। তবে এ ক্ষেত্রে লিঙ্গ সচরাচর এক থেকে দু’ইঞ্চি ছোট হয়ে যায়। অন্য আরেকটি পদ্ধতিতে স্কার টিস্যুর জায়গা গ্রাফটেড টিস্যু লাগানো হয়, তবে অনেক ক্ষেত্রে আংশিক বা সম্পূর্ণ পুরুষত্বহীনতা ঘটতে পারে। ঘরোয়া চিকিৎসায় ট্রাকশন ডিভাইস পেরোনি’জ ডিজিজের আধুনিক চিকিৎসা হিসেবে বর্তমানে এক ধরনের ট্রাকশন ডিভাইস পাওয়া যায়। এটি স্কার টিস্যুর কাঠিন্যকে ঠিক করে দেয় এবং লিঙ্গকে সোজা করে। ট্রাকশন ডিভাইস চিকিৎসার সুবিধা হলো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবং এটি ঘরে বসেই  নেয়া যেতে পারে।

বাঁকা লিঙ্গ দিয়ে সব কাজ করা যায়। সোজা করার দরকার হয় না। তবে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। জেনে নিতে পারেন নতুন আধুনিক কোনো অপারেশন আবিষকার হয়েছে কি না সোজা করার জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jewel Rana

Call

পুরুসাঙ্গ কোন না কোন এক দিকে বাঁকা থাকবেই। প্রতিটা পুরুষেরই এই রকম সমস্যা কম বেশি আছে। এটা সম্পূর্ণ স্বাভাবিক। এতে বিচলিত হওয়ার কোন কারণ নাই। আর এই সমস্যার জন্য কোন ঐষুধ খাওয়ারও প্রয়োজন নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ