Call

মেয়েদের কিছু বের হয়না (যোনিরস বের হয়, কিন্তু ওটা সন্তান জন্মদানের সাথে সম্পর্কিত নয়) বরং ছেলেদের বীর্য মেয়েদের গর্ভাশয়ে গিয়ে নিষিক্ত হয় এবং সন্তানের জন্ম হয়। এক্ষেত্রে ছেলেদের বীর্য মেয়েদের "ডিম্বাণু" এর সাথে নিষিক্ত (মিলিত) হয়। সূত্রঃ জীববিজ্ঞান বই, নবম-দশম শ্রেণি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
raselviper

Call

মেয়েদের যেটা দরকার সেটা শরীরের ভিতরেই থাকে। তা হল ডিম্বানু। বীর্য গিয়ে ডিম্বানুর সাথে একসাথে হয়ে জাইগোট তৈরি করে। আর এই জাইগোট ই সন্তান রূপ ধারন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সন্তান হওয়ার জন্য সেলেদের বির্যে থাকা প্রয়োজন শুককিট বা স্পার্ম আর মেয়েদের যা বের হয় তা হল যৌনরস এটা সন্তান হওয়ার জন্য কোন কাজে আসেনা বরং মেয়েদের জরায়ুতে প্রতি মাসে যে ডিম্বাণু পরিপক্ব হয়ে আসে তাই সন্তান হওয়ার জন্য কাজে আসে এই ডিম্বানুর সাথে স্পার্ম মিলিত হয়েই মানব ব্রুনের জন্ম হয়। 



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ