খুব সহজ ভাষায় বল্লে তাদের খাদ্য-পানীয় অত্যন্ত স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও ভেজালমুক্ত। চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা আধুনিক ও উন্নত। পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন তাই উন্নত যেকোন দেশের মত তাদের সন্তানদেরও মেধা ও শারীরিক বিকাশ ঘটে দ্রুত। তাছাড়া জেনেটিক বৈশিষ্ট ও ভৌগলিক অবস্থানও এক্ষেত্রে ভুমিকা রাখে। যে কারনে কেবল আমেরিকান বাচ্চারাই না আমাদের এশিয়ার জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের বাচ্চাদেরও তুলানামুলক মেধা ও শারীরিক বিকাশ ঘটে দ্রুত আবার তারা আমাদের তুলানায় দীর্ঘায়ু হয়।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
JamalPasha

Call

আমেরিকান বাচ্চা আর আমাদের দেশের বাচ্চার মেধার কোন তফাৎ নাই। সবাই সমান মেধা নিয়ে জন্মায়। বাচ্চারা পারিপার্শ্বিক অবস্থা থেকেই শিক্ষা ও দক্ষতা অর্জন করে। পারিবারিক ও সামাজিক অবস্থা যতবেশি উন্নত হবে শিশুরা ততবেশী দক্ষ ও উন্নত বুদ্ধি সম্পন্ন হবে। তবে গর্ভাবস্থায় শিশুরা অপুষ্টির শিকার হলে তাদের মানষিক বয়স অনেকক্ষেত্রে উপযুক্ত পর্যায়ে পৌঁছতে অন্যদের চাইতে সময় একটু বেশি লাগতে পারে। এজন্যে কিছুকিছু ক্ষেত্রে দরিদ্র দেশের শিশুরা উন্নত দেশের শিশুদের চাইতে একটু পিছিয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ