Share with your friends
TarikAziz

Call

অ্যান্ড্রয়েড হচ্ছে গুগলের একটি অপারেটিং সিস্টেম। আমরা কম্পিউটারে যেমন উইন্ডোজ, উবুন্টু, লিনাক্স ম্যাক ইত্যাদি অপারেটিং সিস্টেম ব্যবহার করি, তেমনি স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। উইন্ডোজের যেমন এক্সপি, ভিসতা, ৭ ও ৮ ইত্যাদি সংস্করণ রয়েছে, ঠিক তেমনি অ্যান্ড্রয়েডেরও বিভিন্ন সংস্করণ রয়েছে। জনপ্রিয়তা পাওয়া সর্বশেষ কয়েকটি সংস্করণের নাম অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড (২.৩-২.৪), অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ (৪.০) এবং অ্যান্ড্রয়েড জেলি বিন (৪.১, ৪.২, ৪.৩), কিটক্যাট (৪.৪-৪.৪.৬)

ললিপপ, মার্সম্যালো। 

Talk Doctor Online in Bissoy App

Android হল Applacation System . মনে করেন আপনি আগে নোকিয়া মোবাইল ব্যবহার করতেন নোকিয়া মোবাইল  জাভা ও স্যম্বাইন applacation ব্যবহার করা যেত । জাভা থেকে স্যম্বাইন Applaction অনেকটাই ভালো । জাভা গেমেস খেলতে যেরকম তার চেয়ে ভালো লাগে স্যম্বাইন গেমেস । তার মানে হল জাভা থেকে স্যম্বাইন ভালো ।
এবার আমি আর আপনাকে কিছু বলব না । সুধ বলব symbain থেকে android আরও আপডেট । তার মানে হল আরও ভালো ফরমেট এর গেমেস applacation androaid এ ব্যবহার করা যায় যা  । 
JAVA = Jar
Symbain = Sis/sisx
Android = APK
আশা করি বুজেছেন ।

Talk Doctor Online in Bissoy App

অ্যান্ড্রয়েড হচ্ছে একটি

অপারেটিং সিস্টেম। আমরা কম্পিউটারে যেমন

উইন্ডোজ, উবুন্টু, লিনাক্স মিন্ট, ম্যাক ইত্যাদি

অপারেটিং সিস্টেম ব্যবহার করি, তেমনি স্মার্টফোন ও

ট্যাবলেট ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে এই

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। উইন্ডোজের যেমন

এক্সপি, ভিসতা, ৭ ও ৮ ইত্যাদি সংস্করণ রয়েছে, ঠিক

তেমনি অ্যান্ড্রয়েডেরও বিভিন্ন সংস্করণ রয়েছে।

জনপ্রিয়তা পাওয়া সর্বশেষ তিনটি সংস্করণের নাম

অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড (২.৩-২.৪), অ্যান্ড্রয়েড

আইসক্রিম স্যান্ডউইচ (৪.০) এবং অ্যান্ড্রয়েড জেলি বিন

(৪.১, ৪.২, ৪.৩)।

সার্চ ইঞ্জিনখ্যাত প্রতিষ্ঠান গুগল অ্যান্ড্রয়েড

অপারেটিং সিস্টেমের প্রধান। গুগল অ্যান্ড্রয়েডের নতুন

সংস্করণ বের করে যার উপর ভিত্তি করে স্যামসাং, সনি,

এলজি, মটোরোলা ও বিভিন্ন চাইনিজ ডিভাইস বেসড

কোম্পানিগুলো তাদের বিভিন্ন স্মার্টফোন ও ট্যাবলেট

তৈরি করে থাকে। স্যামসাং, সনি, এলজি ও মটোরোলার

আবার আলাদা আলাদা ইউজার ইন্টারফেস রয়েছে।

কেননা, অ্যান্ড্রয়েড ডেভেলপাররা নিজের পছন্দমতো

সাজাতে পারেন অ্যান্ড্রয়েডের চেহারা। সর্বশেষ খবর

হলো গুগল জানিয়েছে খুব সম্প্রীতি অ্যান্ড্রয়েডের

পরবর্তী সংস্করণ কিটকেট (৪.৪) রিলিজ দিবে, ধারণা

করা হচ্ছে এটি অ্যান্ড্রয়েডের পূর্বের সকল সংস্করণকে

ছাপিয়ে যাবে। অবশ্য গুগল বলেছিল অ্যান্ড্রয়েডের নতুন

সংস্করণ এর নাম হবে অ্যান্ড্রয়েড কি লিম পাই ৫.০

(Android 5.0 Key Lime Pie) কিন্তু তারা এই অবস্থান থেকে

সরে এসে সুইজারল্যান্ডের দুগ্ধজাত পন্য উৎপাদনকারী

প্রতিষ্ঠান নেসলে এর বিখ্যাত কেন্ডিবার কিটকেট এর

নাম অনুসারে এই সংস্করণের নাম করা হয়েছে।

Talk Doctor Online in Bissoy App