নেই।বাংলায় ডাবিং করতে হয়।ডাবিং করার জন্য এই app টা ভালো হয়। KineMaster Pro.apk

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি এই ক্ষেত্রে সবচেয়ে ভালো এপস গুগোল ট্রান্সলেট (Google Translate) ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আপনি অন্যকোন জায়গা থেকে গানটা গুগোল ট্রান্সলেটকে শুনাতে হবে। যেমন :টিভি,অন্যকোন ফোন থেকে,কোন গান শুনার যন্ত্র থেকে। আর আপনি সফটওয়্যারটি ইনস্টলের পর প্রথমে উপর থেকে হিন্দি ভাষা এবং তার পাশ থেকে বাংলা ভাষা সিলেক্ট করবেন।সিলেক্ট শেষে দেখবেন একটা মাউট স্পিসের মত অংশ রয়েছে সেখানে ক্লিক করবেন আর আপনার গানটুকু শুনাবেন। তারপর নিচে দেখবের এর অর্থ চলে আসবে।আর অবশ্যই আপনাএ ইন্টারনেট খুলা থাকতে হবে। যদি না বুঝেন মন্তব্য করবেন। আমি ছবি সহ বুঝিয়ে দিব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এভাবে ভাষা পরিবর্তন করাকে

"সাবটাইটেল চেঞ্জ" বলে।

আপনি যে ভিডিওটার সাবটাইটেল চেঞ্জ করে

আপনার মোবাইলে দেখতে যান, প্রথমে

সেটির ডাবেড করার সময় আপনার পছন্দের

ভাষাটি সাবটাইটেল হিসেবে যুক্ত করা থাকতে হবে।

যেমন- একটি হিন্দি গানকে বাংলা সাবটাইটেল এ

দেখতে চাইলে বাংলায় ডাবেডযুক্ত ভিডিও

আপনাকে বাছাই করতে হবে। তারপর আপনার

এমএক্স প্লেয়ারের সেটিং থেকে সাবটাইটেল বাংলা

সিলেক্ট করে দিলেই আপনি হিন্দি ভিডিওটি

বাংলায় দেখতে পারবেন। তাছাড়াও আপনি নিজেও

সাবটাইটেল যোগ করতে পারবেন।

সেটি করতে এখান থেকে পোস্টটি পড়ে নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ