শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call
পেটের সমস্যা নিয়ে আই বি এস রোগীদের মধ্যে সন্দেহের কোন শেষ নাই!
কেউ মনে করে খাদ্যনালী নষ্ট হয়ে গেলে কেউ মনে করে হজম শক্তি নষ্ট হয়ে গেছে
কেউ মনে করে পাকস্থলী ও কোলনের দুর্বলতা
দেখা দিয়েছে ইত্যাদি (আসলে কোনটাই হয়নি
সবি ঠিক আছে)
যদিও আই বি এস কেনো হয় তা আজো
অবধি জানা যায়নি, তবে মানসিক চাপে
আই বি এস সমস্যা হয়, এবং বাড়ে এটাই সত্যি
যদি পেট বা খাদ্যনালীর কোন রোগ ই হতো
তাহলে Endoscopy, Colonoscopy টেস্টে
সমস্যা ধরা পড়তো! কিন্তু সব রিপোর্ট ই
সুস্থ স্বাভাবিক মানুষের মতো নরমাল আসে,
মানে কোন সমস্যাই নাই। পৃথিবীতে আই বি
এসের কোন পূর্ণাঙ্গ চিকিৎসা আবিষ্কার হয়নি
তাই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে
স্বাভাবিক থাকুন, অভিজ্ঞ একজন মনোরোগ
বিশেষজ্ঞ (যিনি আই বি এস ভালো করতে
পারে) ডাক্তারের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন
ঔষধ চালিয়ে গেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন।
সুস্থ থাকতে পারবেন, যেমন টা আরেকজন
সুস্থ স্বাভাবিক মানুষের মতোই সব খাবার
খেতে পারবেন। 

উনি অনেক আই বি এস রোগী সুস্থ করেছে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ