wowbox এ্যাপ্স টি ইন্সটল দেয়ার পর ভেরিফিকেশন এসএমএস আসে না! এ সমস্যার কারণ হতে পরে নিম্ন রূপঃ ১. হয়তো আপনার যে হ্যান্ডসেট টি ব্যবহার করছেন তার ১নাম্বার সিম স্লটে আপনার গ্রামীণফোন সিমটি তোলা নেই। ২. আপনার ১নাম্বার সিম স্লটে যদি গ্রামীণফোন সিম তোলা থেকেও থাকে তবে হয়তো 3জি করা নাই। ৩. ডাটা কানেকশন চালু না থাকলে এবং সিম সক্রিয় না হলে। সমাধান নিম্নরূপঃ ১. আপনার গ্রামীণফোন সিমটি ১নাম্বার সিম স্লটে তুলুন। ২. আপনার হ্যান্ডসেটের সেটিং অপশন এ মোবাইল নেটওয়ার্কে গিয়ে গ্রামীণফোন সিমটিতে 3জি অ্যাকটিভ করুন। ৩. এবার ডাটা কানেকশন চালু করতে হবে এবং সিমের ব্যালেন্স মেয়াদ ও রেজিস্ট্রেশন করা হতে হবে। এর পরেও যদি না হয় তবে মন্তব্য করতে পারেন। সমাধান দেবার চেষ্টা করবো।

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

সমস্যা টি সাময়িক, নেটওয়ার্ক সমস্যা জনিত

কারনে এমনটা হয়, গতকাল আমার ও হয়েছে।

পাচ বার চেষ্টা করেও পারিনি, পরে পাচটি

ভেরিফিরেশন কোড একসাথে এসেছিল।

আপনি এখন একবার চেষ্টা করুন হয়ে যাবে।


Talk Doctor Online in Bissoy App