শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইস্ট্রোজেন হরমোনের কাজঃ

গঠনমূলকঃ

  1. নারীদের সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য উন্নীত করে।
  2. বিপাক হার বাড়ায়।
  3. ফ্যাট বাড়ায়।
  4. এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব বৃদ্ধি করে।
  5. জরায়ুর আকার বৃদ্ধি করে।
  6. যোনি পিচ্ছিল করে।
  7. জরায়ুর প্রাচীরের পুরুত্ব বৃদ্ধি করে।

প্রোটিন সংশ্লেষনঃ

  1. যকৃতে আবদ্ধকারী প্রোটিন উৎপাদন বাড়ায়।

রক্ততঞ্চনঃ

  1. রক্তে ভ্রমণকারী ফ্যাক্টর ,,,১০,প্লাসমিনোজেন বাড়ায়।
  2. অ্যান্টিথ্রম্বিন III
  3. অণুচক্রিকার পরিমাণ বাড়ায়।

লিপিডঃ

  1. HDL, ট্রাইগ্লিসারাইড বাড়ায়।
  2. LDL, ফ্যাট জমানো কমায়।

ফ্লুইড ভারসাম্যঃ

  1. সোডিয়াম এবং পানি ধারণ করে।
  2. কর্টিসল বাড়ায়।
  3. সৌন্দর্য বৃদ্ধিতে**

আমাদের চুল এবং ত্বক ভালো রাখার জন্য ইস্ট্রোজেন হরমোন দায়ী৷ আর যত বেশি সেক্স করা যায়, ততই মহিলাদের শরীরে বেশি করে উৎপন্ন হয় ইস্ট্রোজেন হরমোন৷ ফলে চেহারাতেও থাকে ফাটাফাটি জেল্লা৷ এছাড়াও সহবাসের ফলে উৎপন্ন কোলাজেন হরমোনও ত্বককে টানটান রাখতে সাহায্য করে৷

সুত্রঃ উইকিপিডিয়া

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ