Yakub Ali

Call

ইসলামে বলা হয়েছে তোমাদের স্ত্রী তোমাদের জন্য পোষাক স্বরূপ, তেমনি তোমাদের স্বামীগনও তোমাদের জন্য পোষাক স্বরূপ। আল হাদিস। এখানে ইসলাম কখনই নিয়ম বেঁধে দেয় নাই। এটা সমপুর্ণ স্বামী ও তার স্ত্রীর উপর নির্ভরশীল। তাদের চাহিদা ও তাদের সারিরীক ক্ষমতার উপর নির্ভরশীল। তবে মেলামেশা করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এর জন্য কোনভাবেই যেন আল্লাহর হুকুম লঙ্গন না হয়। যেমন নামাজ। আর হাদিসে স্ত্রীর হায়েজ নেসাফের সময় ( মাসিকের সময়) মেলামেশা করবানা, আল হাদিস। ঔ সময় শয়তান মেলামেশা করে আল হাদিস। তবে ডাক্তারের ও বিজ্ঞানের মতে দিনে দুইবার ও সপ্তাহে চারবারের বেশি যৌন মিলন উভয়ের জন্য সাস্থহানীকর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ