উক্ত কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এই লাইনগুলো দ্বারা কি বুঝিয়েছেন?

শুক্লপক্ষ হতে আনি

                   রজনীগন্ধার বৃন্তখানি

                                      যে পারে সাজাতে

                   অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ-রাতে,

                   যে আমারে দেখিবারে পায়

                                      অসীম ক্ষমায়

                   ভালোমন্দ মিলায়ে সকলি,

          এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি।

কেউ সঠিক টা জানলে বিস্তারিত জানাবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে

মানুষকে অন্তর-বাহিরে আধুনিক-মনন-রুচিসম্পন্ন করার উদ্দেশ্যেই রবীন্দ্রনাথের যতো চেষ্টা। দুঃখদায়ক পরিস্থিতি বা পরাধীনতার অন্ধকার থেকে মুক্তির প্রত্যাশায় উদ্বুদ্ধ মানুষের জয়-গান গেয়েছেন কবি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ