Call

আমাদের ঘাড়ে যে থাইরয়েড গ্রন্থি রয়েছে, তার কাছাকাছি চারটি ছোটো ছোটো গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে, এদের প্যারাথাইরয়েড গ্রন্থি বলে। এদের কাজ হলো প্যারাথাইরয়েড হরমোন নিঃসরণ করা। এই প্যারাথাইরয়েড হরমোন শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে ও তা বজায় রাখে। হাইপোপ্যারাথাইরয়েডিজম হলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি যে প্যারাথ্রোমোন হরমোন উৎপাদন করে, তার অপর্যাপ্ততা অর্থাৎ প্যারাথ্রোমোন হরমোন স্বাভাবিক মাত্রায় উৎপন্ন না হওয়া। এর ফলে রক্তে ক্যালিসিয়ামের মাত্রা কমে যায়, একে হাইপোক্যালসেমিয়া বলে। অন্যদিকে, রক্তে ফসফরাস সিরামের মাত্রা বেড়ে যায়, একে বলে হাইপোফসফেটেমিয়া। 

লক্ষণসমূূহ:

ঝিনঝিন করা।

পায়ের পাতা, হাতের আঙুল এবং ঠোঁটের চারপাশে অসাড়ভাব ও প্যারাসথেসিয়া (অস্বাভাবিক অনুভব)।

পেশীতে ব্যথা।

সাধারণ দুর্বলভাব।

মাথাব্যথা।

উদ্বিগ্নতা অথবা স্নায়বিক দুর্বলতা বোধ।

শুকনো ও খসখসে চামড়া।

বেশ কিছুটা মাথার চুলে উঠে যাওয়া।

ভঙ্গুর নখ।

মানসিক অবসাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ