আপনি যত তারাতারি পারেন password টি চেন্ঞ করেন। অনেক সময় হ্যাকার রা password ও চেন্ঞ করে। তখন সেই অবস্থায় আপনি ফেসবুকে লগিং না করে ফরগেটন password বাটনে ক্লিক করুন। এরপর মোবাইল নাম্বার এর বক্সে যে সিম বা ইমেইল দিয়ে ফেসবুক খুলেছেন তা দিন। তারপর রেসেট password এ ক্লিক করে শক্তিশালী একটা password দিন। তারপর ফেসবুকে লগিং করুন এবং যে নাম্বার বা ইমেইল দিয়ে আইডি খুলেছেন তা only me করে রাখুন। "ধন্যবাদ"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি নাম্বারটা আপনার কাছে থাকে তাহলে আপনি আইডিটা ফিরে পেতে পারেন। আপনি forgot password e click করুন তারপর আপনার নাম্বার দিয়ে সাবমিট করুন।দেখবেন একটা বক্স ওপেন হয়েছে।এখন আপনার নাম্বারে একটা কোড আসবে ঐ কোডটা ঐ বক্সে দিয়ে ওকে করে দিন।তারপর নতুন একটা পাসওয়ার্ড দিন।তারপর আপনার আইডি আবার পুরোদমে চালান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যদি ঐ আইডিতে ইমেল এড করা থাকে তাহলে রিকভার করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ