বিভিন্ন চাকরিতে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,সাটলিপি, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, ডাটা প্রসেসিং কি? কেউ কি ভাল মত বুঝায় লিখতে পারবেন? পারলে বলেনতো। আমি কনফিউসড হয়ে আছি।
শেয়ার করুন বন্ধুর সাথে
ARZU

Call

সাঁটলিপি হলো শর্টহ্যান্ড, মুদ্রাক্ষরিক হলো টাইপিস্ট, কম্পিউটার বলতে কম্পিউটার অপারেটর। মূল পদটি হলো অফিস সহকারি অথবা অফিস নিম্নমান সহকারী এই পদটি হলো তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারী পদ। অফিস সহকারীর এক স্কেল নিচে নিম্নমান সহকারী অথচ অফিস সহকারী যিনি তিনি যদি একই সাথে টাইপিস্ট হন তাহলে পদের নাম হবে “অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক” অফিস সহকারী কম্পিউটারের কাজ করতে হয়ে তাহলে পদটি হবে- “অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর” স্টেনোগ্রাফার হলো যিনি ট্রেনসিল কাটতে সক্ষম। প্রথমে বিশেষ কাগজে কালি ছাড়া টাইপ মেশিনে টাইপ করে কাগজ কাটতে হয়। তার পর স্টেনোগ্রাফার মেশিনে ছাপানো হয়। এই যন্ত্রটি এখন সচরাচর দেখা যায়। ১। উচ্চমান সহকারী ২। নিম্নমান সহকারী ৩। স্টেনো গ্রাফার / টাইপিস্ট ৪। সাটমুদ্রাক্ষরিক বর্তমানে এই পদগুলোকে আধুনিকায়ন করে কাম কম্পিউটার অপারেটর করা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ