Octane Number সিস্টেম বলে কোনো সংখ্যা পদ্ধতি নেই। তবে Octal Number System বলে সংখ্যা পদ্ধতি রয়েছে যাকে ৮ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। ৭৫ অকটাল বলতে বুঝায় (৭৫)৮ 

Talk Doctor Online in Bissoy App

জ্বালানী তেলের ক্ষেত্রে ব্যবহৃত একটি সংখ্যা। ইঞ্জিনে জ্বালানী তেল যখন ব্যবহৃত হয়, তখন তেলের গুণাগুণের উপর নির্ভর করে ইঞ্জিনের খড়খড়ে শব্দের হ্রাস-বৃদ্ধি হয়ে থাকে। এক্ষেত্রে তেলের এই গুণগতমানকে তেলের শব্দ প্রতিরোধ ক্ষমতা হিসাবে বিবেচনা করা হয়। এর জন্য একটি আদর্শ পরিমাপ পদ্ধতি রয়েছে। এক্ষেত্রে একটি বিশেষ ধরনের অকটেনকে আদর্শ ধরা হয়েছে। এই অকটেনটি হলো- ২,২,৮ ট্রাইমিথাইল পেন্টেন (C8H18)। এই তেলটির অকটেন সংখ্যা ১০০। উল্লেখ্য এই তেলটিকে সর্বোচ্চ শব্দ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন তেল হিসাবে বিবেচনা করা হয়।

Talk Doctor Online in Bissoy App