শেয়ার করুন বন্ধুর সাথে
avir

Call

দাঁতে নানা রকমের সমস্যা থেকে এটা হতে পারে যেমন,, মাড়িতে সংক্রমণ হলে দাঁত থেকে রক্ত পড়তে পারে।  আঘাতজনিত কারণেও দাঁত থেকে রক্ত পড়ে।  যেকোনো ধরনের মাড়ির রোগ হলে।  ভিটামিনের অভাবেও দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে।  সঠিক পদ্ধতিতে দাঁত না মাজলে।  রক্ত রোগের কারণেও মাড়ি থেকে রক্ত পড়তে পারে।  হিমোফিলিয়ার কারণেও রক্ত পড়ে দাঁত থেকে। আপনি দাঁতের রক্ত পোড়া বন্ধ করতে ৩বেলা করে ভিটামিন সি খান গোড়া ব্যথা,দাঁতের মাডি ফোলার জন্য etoricoxib গ্রুপ এর ঔষুধ সেবন করতে হবে, নরম ব্রাশ আর ফ্লুরাইড যুক্ত টুথপেষ্ট ব্যাবহার করুন যেমন: mediplus, shynsoden etc তারপর ও ভালো না হলে একজন ডেন্টিস্ট এন পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ