এটা অ্যানাল পলিপ বা অ্যানাল হেমোরয়েড হতে পারে।যদি রক্ত যায় তাহলে হেমোরয়েড না গেলে পলিপ বা ফিস্টুলা হতে পারে।এটা বেশী দিন থাকলে আরো বড় হতে পারে সাথে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, কারন কারো কারো এটা হতে ক্যান্সার বা এমন রকম হয় যা ভাল করা কষ্টকর হয়ে যায়।তাই আপনি একজন সার্জনের সাথে এটা নিয়ে দ্রুত পরামর্শ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ