Call

বেশ কয়েক রকম কারণের জন্য অণ্ডথলীর ত্বকে ওরকম গুটি হতে পারে। যেমন ওগুলো সিবেসিয়াস সিস্ট (sebaceous cyst) হতে পারে । লোমকূপের গোড়ায় অবস্থিত সিবেসিয়াস গ্রন্থি থেকে সিবাম নামের এক ধরনের তেল জাতীয় পদার্থ ক্ষরিত হয়। কোন কারণে ওই সকল গ্রন্থি থেকে ক্ষরিত সিবাম বাইরে বের হতে না পারলে সিবাম জমে জমে গ্রন্থিগুলো ফুলে যায়, যা দেখতে ছোট ছোট গুটির মত হয়। সাধারণত এইরকম গুটি ক্ষতিকারক বা বেদনাদায়ক নয়, তাই চিন্তা করবেন না। তবে ওই গুটিগুলোকে টেপা-টেপি না করাই ভাল। কখওনো কখওনো ওইসকল গুটিতে সংক্রমণ হলে ব্যাথা হতে পারে। সেক্ষেত্রে ডাক্তার দেখিয়ে antibiotic খেতে হতে পারে। আরও এক ধরণে ব্যাথাহীন গুটি হতে পারে যাদের নাম লাইপোমা (যা ত্বকের নিচে অবস্থিত ফ্যাট কোষের এক ধরনের benign টিউমার)। এদের সাইজ এক থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। কোন ব্যথা বা যন্ত্রণা হয়না। খুবই ধীরে ধীরে এদের আকার বড় হয়। এমনও হতে পারে যে অনেক বছর ধরে গুটিগুলোর সাইজ একই রয়ে যায়। যদি সত্যিই লাইপোমা হয়ে থাকে তবে অধিকাংশ ক্ষেত্রেই তা ক্ষতিকারক বা চিন্তার কোন বিষয় নয় এবং কোন চিকিৎসারও প্রয়োজন হয়না। উপরের দুটি বিষয়ের জন্য গুটি হয়ে থাকলে ভবিষ্যতে বিবহিত জীবনে সমস্যা হবার সম্ভাবনা কম। কিন্তু যদি মনে হয় যে ওই গুটিগুলি অণ্ডথলীর ভেতরে অবস্থিত তবে সাবধান হওয়া উচিৎ। অণ্ডকোষের শীরাসমূহ ফুলেও গুটির মত আকার ধারণ করতে পারে যাদের বলা হয় varicocele। তবে এক্ষেত্রে অণ্ডথলী দেখতে অনেকটা বটগাছের ঝুড়ির মত হয়। এছাড়াও যেকোন ধরণের গুটি টিউমার বা ক্যান্সারের লক্ষণও হতে পারে (যদিও তার সম্ভাবনা কম)। আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ নিন। সামনে থেকে পরীক্ষা না করে সঠিকভাবে রোগ চিহ্নিত বা চিকিৎসা করা সম্ভব নয়। একবার ইউরোলজিস্ট দেখিয়ে নিশ্চিত হোন যে ওগুলো কোন গুরুতর বিষয় নয়। সংগৃহীত : Guptakatha

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এগুলো মনে হচ্ছে ফাঙ্গাস ইনফেকশান। 



প্রাথমিক পদক্ষেপ হিসাবে পেভিসোন ক্রিম ব্যবহার করুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন, ধুলা-বালি থেকে সাবধান, অাক্রান্ত স্থানে সাবান লাগাবেন না অার একটি জাঙ্গিয়া একদিনের বেশি পরবেন না। 



সমাধান না হলে ভাল চর্ম বিশেষজ্ঞ দেখান। 



ধন্যবাদ।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ