Call

ইসলামে স্বামী স্ত্রীর মধ্যে মুখমৈথুনের ব্যপারে স্পষ্টভাবে কিছু বলা হয় নি। সে কারণে অনেক আলেমই এটির উপর নিষেধাজ্ঞা আরোপ কিংবা বৈধতা প্রদান করা থেকে বিরত থেকেছেন। আবার অনেক আলেম এটিকে মাকরুহ তাহরীমী [৪৬][৪৭] বা অপছন্দনীয় মাকরুহ বলে স্বাব্যস্ত করেছেন। [৪৮] এর পেছনে কারণটি কুরআন ও হাদিসে একে উৎসাহিত করা হয় নি সে কারণে নয়, বরং তা হল শালীনতা, পবিত্রতা( ইসলামে ধর্মীয় রীতিনীতিগত পবিত্রতা বা তাহারাত ) ও পরিচ্ছন্নতা বিষয়ক দ্বন্দ্ব। [৪৯] এর পেছনে সবচেয়ে সাধারণ দাবিটি হল, [৪৭] যে, মুখ এবং জিহ্বা কুরআন পঠন ও ঈশ্বরের স্মরণে ব্যবহৃত হয়, তাই তা অপবিত্রতায় ব্যবহার করা উচিৎ নয়। [৫০] চারটি সুন্নি মাজহাবের পণ্ডিতগণের মধ্যে বীর্য নিঃসরণ পবিত্র কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে, কিছু পণ্ডিত একে অপবিত্র মনে করেন এবং কিছু পণ্ডিত করেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ