Call

মৃতব্যক্তির জন্য মহানবীর (সাঃ) ক্রন্দন এ ব্যাপারে বর্ণনা সমূহ 

১। সাদ ইবনে উবাদার অসুস্থতায় মহানবীর (সাঃ) ক্রন্দন 
২। পুত্র ইব্রাহীমের জন্য মহানবীর (সাঃ) ক্রন্দন 
৩। নিজ নাতির জন্য মহানবীর (সাঃ) ক্রন্দন 
৪। চাচা হামযার জন্য মহানবীর (সাঃ) ক্রন্দন
৫। মুতার যুদ্ধের শহীদগনের জন্য মহানবীর (সাঃ) ক্রন্দন 
৬। জাফর ইরনে আবি তালিবের জন্য মহানবীর (সাঃ) ক্রন্দন 
৭। নিজ মায়ের মহানবীর (সাঃ) ক্রন্দন 
৮। বিভন্ন উপলক্ষ্যে হুসাইন (আঃ)- এর জন্য মহানবীর (সাঃ) ক্রন্দন 
৯। মহানবী (সাঃ) কর্তৃক নিষেধ সম্পর্কিত বর্ণনা সমূহ এবং এগুলোর উৎস
১০। হযরত আয়েশা থেকে বর্ণিত হাদীস থেকে হযরত ওমর ও তার পুত্রের ভুল দূর হওয়া এবং বোধোদয় 
১১। রসূল (সাঃ) ওমরকে ক্রন্দনে বাধা দিতে নিষেধ করনে 
১২। রেওয়ায়েত বা বর্ণনাসমূহের তুলনা ও এগুলো থেকে সিদ্ধানত্ম গ্রহণ। 

বিস্তারিতঃ http://www.somewhereinblog.net/blog/shiablog/28850484

কাফনের কাপড়ের রঙ সাদা হওয়ার কারন

এ প্রসঙ্গে ইবনে আব্বাস [রা] থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, তিনি বলেন, রাসুল [সা] বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করো। তোমাদের জীবিতরা যেনো সাদা কাপড় পরিধান করে, আর মৃতদের সাদা কাপড় দিয়ে দাফন দেয়। কেননা, সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। (নাসায়ি, হাদিস-৫৩২৩) হযরত সামুরা ইবনে জুনদুব [রা] বলেন, রাসুল [সা] বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো। কেননা, তা সর্বাধিক পবিত্র ও উত্তম। আর তা দিয়েই তোমরা মৃতদের কাফন দাও। (মুজামুল কাবীর, হাদিস-৯৬৪)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে কান্নাকাটি না করে তার জন্য দোয়া করা উচিত, তবে প্রিয়জন হারিয়ে গেলে কান্নাটা এমনিতে চলে আসে, ইবনে আব্বাস [রা] থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, তিনি বলেন, রাসুল [সা] বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করো। তোমাদের জীবিতরা যেনো সাদা কাপড় পরিধান করে, আর মৃতদের সাদা কাপড় দিয়ে দাফন দেয়। কেননা, সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। (নাসায়ি, হাদিস-৫৩২৩) হযরত সামুরা ইবনে জুনদুব [রা] বলেন, রাসুল [সা] বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো। কেননা, তা সর্বাধিক পবিত্র ও উত্তম। আর তা দিয়েই তোমরা মৃতদের কাফন দাও। (মুজামুল কাবীর, হাদিস-৯৬৪)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ