শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সংকরণ বের করার সহজ উপায়... X=1/2[ কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের (যোজ্যতা স্তরের) ইলেকট্রন সংখ্যা + একযোজী পরমাণুর সংখ্যা] এই ভাগফল মান যদি- 2 হয়, তাহলে, SP 3 হলে, SP 2 4 হলে, SP3 সংকরণ হবে। যেমন, CH4 এ- C এর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 4, এবং এখানে একযোজী-hydrogen মৌল আছে 4 টা, √ তাহলে, সূত্রানুযায়ী- 1/2( 4+4) = 4 আর, আমরা জানি ভাগফল 4 হলে SP3 অর্থাৎ, মিথেনের সংকরণ SP3 √ অনুরূপভাবে, H20 ক্ষেত্রে, কেন্দ্রীয় পরমাণু Oxygen যার শেষ কক্ষে 6টি e আছে এবং H2O তে একযোজী মূলক Hydrogen আছে 2 টা, তাহলে, সূত্রানুসারে- 1/2(6+2) =4 তাহলে পানির ও সংকরণ SP3 √ অনুরূপভাবে, BeCl2 ( বেরিলাম ক্লোরাইডে) Be এর Last shell a Electrone আছে 2 টা এবং একযোজী মৌল Cl আছে 2টা, তাহলে, সূত্রানুসারে, 1/2(2+2) =2 তাহলে, BeCl2 এর সংকরণ দাঁড়াচ্ছে, SP √ অনুরূপভাবে, BCl3( বোরন ট্রাই ক্লোরাইড) এর সংকরন হয় SP2, √ NH3( অ্যামোনিয়া) এর সংকরণ হয় SP3 ... অন্য ভাবে,(একযোজী পরমাণু না থাকলে) যেমন, SO2 এর ক্ষেত্রে.... সূত্র:X= number of sigma bond + number of lone pair e √ here, O=S=O So, number of sigma bond 2, and lone pair e, 1 pair So, 2+1 =3 &, if its 3, then it will be SP2, So, SO2 has SP2.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ