AlmanSiddik

Call

সেটা হচ্ছে আপনার রেজাল্ট এর উপর কলেজ একটি ছাড় দিয়ে থাকে ।যেমন আপনার SSC তে ৪.৫০ HSC তে ৪.৫৫ ত এর উপর আপনি ৫০% ছাড় পাবেন ।মানে আপনার মূল টাকা থেকে তা বাদ দেয়া হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভার্সিটি ভেদে ছার ভিন্য ভিন্য হয়ে থাকে। নিচে দেখে নিন প্রাইভেট ভার্সিটির ছারগুলো - ১। কিছু কিছু ভার্সিটি ভর্তির সময় মোট টিউশন ফীর উপর ছার দিয়ে থাকে, তাই ভর্তির সময় এই ছারের ব্যপারে আলাপ করে নিবেন। ভার্সিটি ভেদে এই ছার ০-২০% হয়ে থাকে। ২।মুক্তিযোদ্ধা সন্তানদের ছার দেয় অনেক ভার্সিটি। অনেক ভার্সিটি আছে যারা মুক্তিযোদ্ধা সন্তানকে ১০০% ছাড় দেয়। তবে ১০০% ছাড় পেতে GPA 4 রাখতে হয়। কিছু ভার্সিটি ৩.৫ এও ১০০% ছাড় দেয়। ৩. অনেক ভার্সিটি আছে যেখানে প্রতি সেমিস্টার এর প্রথম তিন জন ভালো রেজাল্ট এর উপর ২৫ -৭৫ % ছার দেয়। ৪. এছাড়াও সকল ছাত্র কিছু ছাড়. পেতে আবেদন করতে পারে, ভার্সিটির কর্তৃপক্ষ সব কিছু বিবেচনা করে সেক্ষেত্রে ছাড় দিয়ে থাকে। আরও কিছু ছাড় থাকে সেগুলো ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় কর্তৃপক্ষ হতে যেনে নিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রাইভেট ভার্সিটিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ছাড দিয়ে থাকে। যেমন কোন কোনটাতে ভর্তি ফিতে, কোনটাতে টিউশন ফিতে, কোন ক্ষেত্রে মেধাবীদের মোটের খরচের উপর ছাড দেয়া হয়। তবে একেকটাতে একেক রকম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একেক ভার্সিটির ছাড় একেক রকম।


কোনো কোনো ভার্সিটি আপনার SSC ও HSC-এর পয়েন্টের উপর ভিত্তি করে ছাড় দিয়ে থাকে।


কোনো কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার রেজাল্টের উপর ছাড় দিয়ে থাকে। ভর্তি পরীক্ষায় ১ম, ২য় বা ৩য় হলে। এরকম। যেমন : ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি (EWU).


কোনো কোনো ভার্সিটি পড়ার সময়, সেমিস্টার পরীক্ষার রেজাল্টের উপর ছাড় দেয়। নির্দিষ্ট পয়েন্ট আছে, সে পয়েন্ট পেলে এত পার্সেন্ট ছাড়, তার কম পেলে এত পার্সেন্ট। এরকম। যেমন : আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (AIUB)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ