কবুতর ঝিমায়, খেতে চায়না, জোর করে খাওয়ালে বমি করে ফেলে দেয়, উড়েনা। প্রতিকার কি? এবং রোগ কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
5h40n

Call

আপনাত কবুতরের সম্ভবত কৃমি রোগ হইছে। এ রোগের লক্ষন গুলো হচ্ছেঃ- খাওয়াদাওয়া কম খাবে, শুকিয়ে যাবে, মাঝে মাঝে পাতলা পায়খানা, ঝিমাবে চিকিৎসাঃ তিন মাস পরে পরে এভিপার / ডিভিপার কৃমিনাশক ১কেজি খাবারে ১চা চামচ পরিমান সাথে খাওয়াতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
কবুতরের এ রোগটির নাম - ইনক্লুশন বডি হেপাটাইটিস।
অসুস্থ কবুতরের বমির সাহায্যে এসংক্রামক রোগ খামারের অন্যান্য সুস্থ কবুতরে বিস্তার লাভ করে। এ রোগে মৃত্যুহার শতকরা প্রায় ৪০-১০০ ভাগ। দূর্গন্ধযুক্ত বাদামী বা সবুজ ডায়রিয়া, ঝিমানো, খাবারে অনীহা, শুকিয়ে যাওয়া, বমি করা এবং হঠাৎ মারা যাওয়া ইত্যাদি এ রোগের লক্ষণ। এ রোগের কোন চিকিৎসা না থাকার দরুণ আক্রান্ত কবুতরকে দ্রুত সরিয়ে ফেলাই রোগের বিস্তার রোধ এবং প্রতিরোধের প্রধান উপায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TaNjiL420

Call

কবুতরের যে কোন ধরনের রোগের কারন আর প্রতিকার দেওয়া আছে★ https://kobutorporichiti.wordpress.com/কবুতর-এর-কতিপয়-রোগসমূহ-ও-এ/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ