শেয়ার করুন বন্ধুর সাথে
SohagRaha

Call

যে পোকাগুলো সাধারনত ঘাস কিংবা সবুজ পাতায় থাকে ঘাসের পাতা খেয়ে জীবন ধারন করে সেগুলো ঘাসপোকা বলে ৷ এরা সাধারনত হেটে চলাচল করে ৷ অন্যদিকে ঘাসফড়িং হলো ঘাসে থাকে তবে এরা সাধারনত উড়তে পারে বা লাফাতে পারে এবং এই লাফানো বা উড়তে পারে বলে এদের ফড়িং বলা হয় মুলত ঘাসপোকা আর ঘাসফড়িং এর পার্থক্য এই ভাবেই আমাদের কাছে পরিচিত ৷ ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ