শেয়ার করুন বন্ধুর সাথে

হেডার ফাইল হল মুলত .h এক্সটেনশন যুক্ত ফাইল যেখানে বিভিন্ন লাইব্রেরী ফাংশনের প্রটোটাইপ উল্লেখ থাকে। সি/সি++ যে কোনো স্টান্ডার্ড লাইব্রেরী ফাংশন এর অবশ্যয় প্রটোটাইপ উল্লেখ করতে হয়। লাইব্রেরী ফাংশন ব্যাবহার করলে তার পূর্বে অবশ্যয় প্রটোটাইপ হিসেবে main() ফাংশনের পূর্বে সংস্লিষ্ট হেডার ফাইল সমূহ # include directive এর মাধ্যমে সংযুক্ত করতে হয়। যেমন কোন প্রোগ্রামে printf(), scanf() ফাংশন ব্যাবহার করলে হেডার ফাইল stdio.h যোগ করতে হবে। তেমনি sqrt(), pow() ব্যাবহার করলে math.h হেডার ফাইল ব্যাবহার করতে হয়। প্রোগ্রামে কোনো হেডার ফাইল সংযুক্ত করা হলে কম্পাইলার প্রোগ্রাম কম্পাইল এর সময় সংযুক্ত ফাইলের উপাদান গুলো কপি করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ