শেয়ার করুন বন্ধুর সাথে
avir

Call

ফেইসবুকের ফটো ভেরিফিকেশন হচ্ছে আপনার আইডি যাচাই করন পদ্ধতি ফেইসবুকের নিয়মনীতির বাইরে গেলে tos ভঙ্গ করলে আইডি ভেরিফাই তে পড়ে। আর ফটো ভেরিফিকেশন হলে সাধারণত ট্যাগ হওয়া ছবি ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের নামের সাথে মিলানো ফেইসবুক কৃতপক্ষ দেখে এটা রিয়েল আইডি নাকি ফেক নামের সাথে ছবি মিলাতে পারলে আইডি রিয়েল বিবেচিত হয়ে ফিরিয়ে দেওয়া হয়। যে সব নিয়ম ভঙ্গ করলে আইডি ভেরিফাই তে পড়ে অনেক কারন তবে তার মধ্যে উল্যেখ যোগ্য কারন গুলা হল: ১/ অতিরিক্ত ফ্রেন্ড রিকুয়েস্ট । ২/ অতিরিক্ত আইডি ট্যাগ ছবি । ৩/ অতিরিক্ত স্প্যামিং ( লিঙ্ক শেয়ার ) ৪/ একসাথে একের অধিক পিকচার আপলোড । ৫ / মেসেজে অতিরিক্ত পিকচার সেন্ড করা । ৬/ অশ্লীল কমেন্ট করা । ৭/ ফ্রেন্ড লিস্টের বাহিরের কাউকে অতিরিক্ত মেসেজ দেওয়া ( যদি সে মেসেজের রিপ্লাই না দেয় সমস্যা মেসেজ এ রিপোর্ট করলে ভেরিফাই তে পড়তে হবে আপনাকে )

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ