Call

উক্ত পদ্ধতিতে ছালাত আদায় করলে সুন্নাত মোতাবেক হবে না। সিজদা হ’ল ছালাতের অন্যতম প্রধান ‘রুকন’। সিজদা নষ্ট হ’লে ছালাত নষ্ট হবে। অতএব এই অভ্যাস থাকলে তা অবশ্যই পরিত্যাজ্য। সিজদা এমন লম্বা হবে, যেন বুকের নীচ দিয়ে বকরীর বাচ্চা যেতে পারে (মুসলিম, মিশকাত হা/৮৯০) । অন্য বর্ণনায় এসেছে, তোমাদের কেউ যেন (সিজদায়) কুকুরের ন্যায় যমীনে হাত বিছিয়ে না দেয় (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৮৮৮ ‘সিজদা’ অনুচ্ছেদ; বিস্তারিত ছালাতুর রাসূল (ছাঃ) দ্রষ্টব্য) । উল্লেখ্য যে, উক্ত মর্মে ‘মারাসীলে আবী দাঊদে’ বর্ণিত হাদীছটি নিতান্তই যঈফ (যঈফুল জামে‘ হা/৬৪৩) ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ