দয়া করে অর্থ, উদাহরণ ইত্যাদি দিয়ে একদম বুঝিয়ে দিবেন প্লিজ!
Share with your friends
Unknown

Call

Wanna = Want to = চাওয়া, (I wanna leave this house = আমি এ ঘর ত্যাগ করতে চাই) Gonna = Going to = যাওয়া, (I'm gonna do this = আমি এটা করতে যাচ্ছি) Gotta = Got to = অতি, প্রায়, ( I gotta go = আমি (প্রায়) যাচ্ছি/ আমাকে যেতে হবে) Outta = Out of = ফুরানো, হারানো, (I'm outta bullet = আমার বুলেট ফুরিয়ে গেছে) Ain't = Am not = নই, (I ain't trying to do this = আমি এটা করতে চেষ্টা করছি না) 'em = Them = তারা, (Show 'em you can do this = তাদের দেখাও যে তুমি এটা করতে পারো) বাস্তবে এগুলো শুধুই কথ্য ভাষায় ব্যাবহৃত হয়, লিখিত ভাষায় নয়। তবে ডায়ালগ লেখার সময় ব্যাবহার করা যায়।

Talk Doctor Online in Bissoy App