শেয়ার করুন বন্ধুর সাথে
Call

rainbow flag বা রংধনু পতাকা মূলত সমকামী সম্প্রদায়ের প্রতীকী চিহ্ন। এই সিম্বলিক পতাকাকে সাপোর্ট করার অর্থঃ হল সমকামিতা বিষয়টিকে সমর্থন করা। অর্থঃ াৎ একজন মানুষ তার ইচ্ছা অনুযায়ী লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল অথবা লিঙ্গ পরিবর্তনের অধিকার রাখতে পারে এমন চিন্তাধারাকে সমর্থন করা। সমকামীরা এই প্রতীকী পতাকা ব্যবহার করেই তাদের সামাজিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছে। এই মতধারার উৎপত্তি হয়েছে মূলত নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় কিন্তু এর প্রচার এখন সারা বিশ্বেই হচ্ছে। সান ফ্রান্সিসকোর একজন আর্টিস্ট গিলবার্ট বেকার ১৯৭৮ সালে এই rainbow flag এর ডিজাইন করেছেন। পরবর্তীতে ২০০৮ সালে এর পুনর্ডিজাইন করা হয়। পতাকাটিতে লাল, কমলা, হলুদ, সবুজ, নীল এবং বেগুনী রঙগুলোকে আনুভূমিকভাবে ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ সূত্র : উইকিপিডিয়া

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ