সেহেরিতে যদি কেউ জাগতে না পারে এবং যার ফলে সে কিছুই না খেতে পারে তবে তার রোজা হবে কি?????????
শেয়ার করুন বন্ধুর সাথে

রোজা একটি ফরজ ইবাদত, যেমন: নামাজ, হজ্জ, যাকাত। কিন্তু সেহেরী খাওয়া ফরজ নয়। এটা রাসূলের সুন্নত। রাসূল সেহেরী খাওয়ার জন্য তাগিদ প্রদান করেছেন। ইসলামে সুন্নত, মোস্তাহাব, নফল ইবাদত হচ্ছে মানুষ জন্য বোনাস স্বরূপ। যে যত বেশি আদায় করতে পারবে তার তত সোয়াব। এই সকল আমল সমূহ কেয়ামতের দিন মানুষের ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করবে। ঘাটতি পূরণ করার পর যা থাকবে, তা তার মর্যাদা বৃদ্ধি করবে। সুতরাং এই সকল ইবাদত হচ্ছে সহায়ক। সেই রকম ইবাদ হল সেহেরী। আর রোজা ভঙ্গের কারণের মধ্যে এটা পড়ে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রোজার জন্য সেহরি না খেলেও চলবে কিন্তু রোজার জন্য অবশ্যই নিয়ত করতে হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ