Share with your friends
MakDalim

Call

Denial of Service Attack হচ্ছে সাময়িকভাবে বা অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি হোস্ট সেবা ছিন্ন বা স্থগিত
করার প্রচেষ্টা !

সহজ বাংলায় একটি ডিভাইস এবং একটি ইন্টারনেট সংযোগ এর সাহায্যে নির্দিষ্ট একটা ওয়েব সাইট কিংবা সার্ভার কে সাময়িকভাবে বা অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ঐ ওয়েব সাইট কিংবা সার্ভারে কাউকে প্রবেশ করতে না দেয়াই হচ্ছে Denial of Service Attack !

আর একাধিক ডিভাইস এবং একাধিক ইন্টারনেট থেকে Denial of Service Attack করা হলে তাকে Distributed Denial of Service (DDoS)  Attack  বলা হয় !!

Talk Doctor Online in Bissoy App