পায়ের পাতা শুষ্ক, রুক্ষ, কসকসে থাকে আর প্রায় একটুও ঘামে না।পুরুত্তও বেড়ে যাচ্ছে দিন দিন। কোন ডাক্তার দেখানো হয় নি। প্লিয, কেউ আমায় তথ্য দিয়ে সাহায্য করেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আস-সালামু-আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লহর জন্য। ছলাত ও সালাম প্রিয় নবী মুহাম্মাদ ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ এর উপর বর্ষিত হউক। আপনার এই সমস্যাটি বায্যত একটি চর্ম রোগ, আর জালাপোড়া আভন্তরীন বিশৃংখলা। কিন্তু এ সমস্যার শুরু হয়েছে কেন্দ্র থেকে। এ সমস্য কিছু প্রাকৃতিক নিয়ম মেনে চললে অনেকাংশে ভাল থাকে। ১। প্রতিদিন প্রচুর পরিমানে শাক-সব্জি খাওয়া। ২। প্রতিদিন পর্যাপ্ত পরিমানে এন্টিঅক্সিডেন্ট সম্মৃদ্ধ খাবার খাওয়া। ৩। পা উত্তম রুপে পরিস্তার করা ও তারপর গ্লিসারিন মাখা। ৪। পর্যাপ্ত পরিমান পানি পান করা। ৫। প্রতিদিন পর্যাপ্ত পরিমানে আশ সম্মৃদ্ধ খাবার খাওয়া। ৬। বাহিরে গমনের সময় জুতা পরিধান করা। ৭। এলার্জিক খাবার ও ফাষ্টফুড এবং সফ্ট ড্রিংস পরিহার করা। এ সমস্য সম্পূর্ণরুপে আরোগ্য হয় শুধুমাত্র ঔষধের দ্বারা। আপনি কোন ভাল ও অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার এলাকার ভাল হোমিও ডাক্তারের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ০১৭৭৭-৬৪১৫৫৮। হে আল্লহ, উত্তরদাতাকে ক্ষমা করুন, তার দ্বীন ও দুনিয়ার উপকারী ইলমকে বৃদ্ধি করে দিন। আমিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ