আমরা ক্রিকেট খেলায় দেখি স্টাম্পে বল লাগলে বাতি জ্বলে । এই প্রযুক্তির LED সিস্টেম রয়েছে ।
Share with your friends
shohanrand1

Call

Light-emitting Diode (LED) হচ্ছে Semiconductor Light Source. বিভিন্ন Device এর আলোক সংকেত হিসেবে এ আলোক প্রযুক্তি ব্যবহৃত হয়। নতুন ধরনের এই স্টামটির নাম ‘জিং’।স্টাম্পগুলো মহামূল্যবান। দাম ৪০ হাজার ডলার! বাংলাদেশি মুদ্রায় ৩১ লাখ টাকা! স্টাম্পে এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। স্টাম্প ও বেলের ভেতরে আছে বিশেষ সেন্সর। বল লাগলেই সেই সেন্সর জ্বালিয়ে দিচ্ছে এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতিগুলো । এমন যদি হয়, বল শুধু বেলে আঘাত করল, স্টাম্পে নয়, তাতেও সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ সময়ের মধ্যে বেল থেকে স্টাম্পে বেতারসংকেত যাবে। জ্বলে উঠবে স্টাম্প। স্টাম্প ও বেলের ভেতরে রাখা আছে ছোট্ট ব্যাটারিও। শুধু দর্শকদের মনোরঞ্জন নয়, মাঠের আম্পায়ারদেরও রান আউট বা স্টাম্পিংয়ের সিদ্ধান্ত নিতে সাহায্য করছে এটা৷ জিংয়ের আবিষ্কারক ব্রন্টে একারমান। তিনি বলেছেন, ‘প্রতিটা বেলের দামই একটা আইফোনের সমান। আমরা তাই খেলা শেষে এটা কোনো খেলোয়াড়কে দিয়ে দিতে পারি না। কোনো খেলোয়াড় যদি এটা নিয়ে যেতে চায়, আমি অবশ্যই তার পিছু তাড়া করে সেটা নিয়ে নেব।’

Talk Doctor Online in Bissoy App