শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মেটাল ফিল্ম রেজিস্টরের গঠন কার্বণ ফিল্ম রেজিস্টরের মত। এতে একটি সিরামিক দন্ডের উপরে মেটালের প্রলেপ দেয়া হয়। এই প্রলেপকে কেটে স্পাইরাল আকৃতির পরিবাহী পথ তৈরি করা হয়। এই পরিবাহী পথের রেজিস্ট্যান্সই রেজিস্টরের রেজিস্ট্যান্স। রেজিস্টরের দুই প্রান্তে মেটাল ক্যাপ লাগিয়ে এর গায়ে কালার কোড দেয়া হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ