শেয়ার করুন বন্ধুর সাথে
Call

স্টাম্পগুলো মহামূল্যবান। দাম ৪০ হাজার ডলার! বাংলাদেশি মুদ্রায় ৩১ লাখ টাকা! নতুন ধরনের এই স্টামটির নাম ‘জিং’। এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে এই স্টাম্প ব্যবহার করা হয়েছে। নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি লিগেও। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যবহার করা হচ্ছে প্রথমবার। জিংয়ের আবিষ্কারক ব্রন্টে একারমান। তিনি বলেছেন, ‘প্রতিটা বেলের দামই একটা আইফোনের সমান। আমরা তাই খেলা শেষে এটা কোনো খেলোয়াড়কে দিয়ে দিতে পারি না। কোনো খেলোয়াড় যদি এটা নিয়ে যেতে চায়, আমি অবশ্যই তার পিছু তাড়া করে সেটা নিয়ে নেব।’ এই স্টাম্পে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। স্টাম্প ও বেলের ভেতরে আছে বিশেষ সেন্সর। বল লাগলেই সেই সেন্সর জ্বালিয়ে দিচ্ছে এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতিগুলো । এমন যদি হয়, বল শুধু বেলে আঘাত করল, স্টাম্পে নয়, তাতেও সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ সময়ের মধ্যে বেল থেকে স্টাম্পে বেতারসংকেত যাবে। জ্বলে উঠবে স্টাম্প। স্টাম্প ও বেলের ভেতরে রাখা আছে ছোট্ট ব্যাটারিও। শুধু দর্শকদের মনোরঞ্জন নয়, মাঠের আম্পায়ারদেরও রান আউট বা স্টাম্পিংয়ের সিদ্ধান্ত নিতে সাহায্য করছে এটা৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ