শেয়ার করুন বন্ধুর সাথে
Call

খোঁজ নিয়ে জানা যায়, পমপোশ কাশ্মীরি শাল এম্পোরিয়াম প্রজন্মের পর প্রজন্ম ধরে শাল তৈরি করে আসছে। ভারতের স্বাধীনতার ২০ বছর আগে কলকাতার প্রথম তৈরি হওয়া শালের দোকান এটি। আভিজাত্যের নিরিখে এদের ধারেপাশে আর কোনো প্রতিষ্ঠানকে বসানো কঠিন। সুচ-সুতোর মাধ্যমে অপূর্ব নকশাকাটা পশমিনা। শীতের দিনে শুধু উষ্ণতা নয়, পশমিনায় জড়িয়ে থাকে আভিজাত্যের মেজাজ। আসল পশমিনা শাল হয়ে উঠতে পারে আপনার আভিজাত্যের প্রতীক। ‘কানি পশমিনা’ জগত বিখ্যাত। জানা গেল, গোটা বিশ্বের প্রায় প্রত্যেক রাষ্ট্র নেতার পোশাকের সংগ্রহে রয়েছে এই শাল। শুধু কাঠের সুচ দিয়ে বোনা হয় এ শাল। দাম ৮ হাজার রুপি থেকে শুরু। সাড়ে ৪ লাখ রুপির শালও যথেষ্ট বিক্রি হয় এ দোকানে। এছাড়াও রয়েছে আড়াই হাজার রুপির সেমি পশমিনা। সমস্ত শালেই রয়েছে কাশ্মীরের শিল্পীদের হাতের ছোঁয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ