শেয়ার করুন বন্ধুর সাথে

এবস্ট্রাক্ট ক্লাস instantiate করা যায়না তবে inherit করা যায়।এখানে থেকে বের হওয়া চাইল্ড ক্লাসের instantiate করা যায়।

**চাইল্ড ক্লাসে মেথডগুলি ডিফাইন করার পর ইচ্ছেমত বডি দিতে পারবেন (এই মেথডের ভিতর কোড দিতে পারবেন)।তবে প্যারেন্ট ক্লাসটিতে (এবস্ট্রাক্ট ক্লাসটিতে) এবস্ট্রাক্ট মেথডে কোন বডি থাকবেনা।

*এবস্ট্রাক্ট প্যারেন্ট ক্লাসে এবস্ট্রাক্ট মেথড ছাড়া অন্য সাধারন মেথড রাখতে পারেন এবং এসব মেথডের বডি থাকতে পারে।এটাই ইন্টারফেস ক্লাসের সাথে এবস্ট্রাক্ট ক্লাসের পার্থক্য

**যদি কোন ক্লাসে একটা এবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে সেই ক্লাসকেও অবশ্যই এবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে।

**প্যারেন্ট ক্লাসে যতগুলি এবস্ট্রাক্ট মেথড থাকবে,এখান থেকে বের হওয়া সব চাইল্ড ক্লাসেও সেই মেথডগুলি থাকতে হবে।

**এবস্ট্রাক্ট ক্লাস তৈরীর জন্য ক্লাসের নামের আগে শুধু abstract শব্দটি দিতে হয় আর এবস্ট্রাক্ট মেথড তৈরীর জন্য একসেস মডিফায়ার এর আগে abstract শব্দটি দিতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ