শেয়ার করুন বন্ধুর সাথে
Call

Flash কে বলা হয় চমক বা দ্রুত ঘটে এমন কিছু। Mob সাধারণ অর্থে নিম্ন শ্রেণীর জনতা বা বিশৃঙ্খল ভিড়। যখন ভিন্ন ভিন্ন শ্রেণীর /বিশৃঙ্খল জনতা (সমাজের স্তর ভেদে এটা নির্ধারিত হয়ে থাকে) হুট করে কিংবা নির্দিষ্ট সময় পরপর কোন পাবলিক প্লেসে একত্রিত হয়ে বিনোদন, নির্দিষ্ট বিষয়ের উপর ব্যঙ্গ-কাব্য করা অথবা তার পজিটিভ নেগেটিভ সাইট তুলে ধরা অথবা নিজেদের আলাদা প্রতিভা প্রদর্শনের করে, তখন ঐ বিশৃঙ্খল জনগোষ্ঠীকে বলা হয় flashmob অথবা Flash Mob এই প্রদর্শনী যেমনটা হুট করে শুরু হয় তেমনি হুট করে শেষ হয়ে যায়। ক্ষেত্র বিশেষে এদের সম্মিলিত পরিচিতি ছাড়া বাকি কোন পরিচয় পেছন ফেলে যায় না। এটি প্রথম সংঘটিত হয়েছিলো ২০০৩ সালে ম্যানহাটনে। "হারপার্স ম্যাগাজিন" এ কর্মরত "বিল ওয়াশিক" নামের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই উদ্যোগ গ্রহণ করেন। যদিও সেই উদ্যোগটি সফল ভাবে সম্পন্ন হয় নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ