শেয়ার করুন বন্ধুর সাথে
shohanrand1

Call

গরিলা গ্লাস হলো অ্যালকালি-অ্যালোমিনোসিলিকেট যৌগের তৈরি এক ধরনের মজবুত ও শক্তিশালী ডিসপ্লে প্রটেক্টর। যা স্মার্টফোনের পর্দাকে দাগ, আঁচড়, ঘষা-মাজা এমনকি হাতুড়ির শক্ত আঘাত থেকেও রক্ষা করবে। আর গরিলা গ্লাস ব্যাবহার করলে ডিস্প্লের এর টাচ রেসপন্স ও অনেক ভাল পাওয়া যায় । এই গ্লাস তৈরির উপাদানগুলো প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার করা যায়। অ্যান্টিমাইক্রোবিয়াল গরিলা গ্লাস তৈরিতে নানান প্রক্রিয়ার এক পর্যয়ে তার সঙ্গে সহজলভ্য অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ‘রৌপ্য আয়ন’ মেশানো হয়। এর ফলে সাধারণত টাচস্ক্রিনে জন্মায় এমন নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া ৯৯.৯% পর্যন্ত ধ্বংস করা সম্ভব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ