শেয়ার করুন বন্ধুর সাথে
Sumya Akter

Call

আরিফ একটি পুরুষ বাচক আরবি (ﻋَﺎﺭِﻑْ ) শব্দ, যার অর্থ, পরিচিত, অবহিত, জ্ঞাত। আরিফ এর সাথে প্রত্যয় সহকারে আল্লাহর গুণবাচক  নাম তথা রহমান কিংবা ধর্ম নাম ইসলাম যুক্ত হলে তা হবেআরিফুর রহমান কিংবা অারিফুল ইসলাম। আরিফুর রহমান নামের অর্থ দাঁড়ায় অতি দয়াবান সত্তা  (আল্লাহ্) সম্পর্কে অবহিত/পরিচিত /জ্ঞাত ব্যক্তি।  অাবার অারিফুল ইসলাম নামের অর্থ দাড়ায় ইসলাম/ শান্তির ধর্ম সম্পর্কে অবগত/পরিচিত / জ্ঞাত ব্যক্তি। একটি কথা না বললেই নয়, আরিফুল শব্দটি কোনো নামের নির্দেশ করে না, এটি ভুল। এটা হওয়া উচিত 'আরিফ' ’আরিফুর রহমান’ কিংবা ’অারিফুল ইসলাম’। আর যদি এটা আরবী নাম হয় না তাহলে কোন কথা নেই। সব ঠিক আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দেশ বন্ধু চিত্তরঞ্জন দাসের উপাধি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ