শেয়ার করুন বন্ধুর সাথে

ভিডাল পরীক্ষা (Widal Test)রক্তরস বা রক্তের একটি পরীক্ষা। রোগীর তীব্র জ্বর যখন ৪/৫ দিনের বেশী স্থায়ী হয় তখন রোগের কারন নির্নয়ে এই পরীক্ষাটি করা হয়। এই পরীক্ষাটির ফলাফল থেকে জানা যায় রোগীর টাইফয়েড জ্বর হয়েছে কিনা। টাইফয়েড জ্বর হবার ৫-৭ দিন পরে এই টেষ্ট টি সঠিক ফলাফল দিতে খুবই কার্যকর। খুব আগে করিয়ে ফেললে বা খুব দেরীতে করালে অনেক সময় এর ফলাফল থেকে তেমন ভাবে রোগ সম্বন্ধে ধারণা পাওয়া যায়না। টাইফয়েডের জীবানু শরীরে ঢুকলে শরীর এর বিরুদ্ধে যে এন্টিবডি তৈরী করে ভিডাল টেষ্ট করে তার মাত্রা দেখা হয়। তবে ভিডাল টেষ্ট টাইফয়েড নিশ্চিত করার কোনো পরীক্ষা নয় এবং কি এন্টিবায়টিক ব্যবহার করলে রোগ ভালো হবে তা সম্পর্কেও এটি কোনো ধারনা দিতে পারেনা। এই ধারণা পেতে হলে রক্তের কালচার (Blood culture) পরীক্ষাটি করে দেখতে হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ